বর্ষায় বাড়ে ত্বকের নানা সমস্যা। যার মধ্যে অন্যতম হল হোয়াইট হেডসের সমস্য়া। অনেকেই সারাবছর এই হোয়াইট হেডসের সমস্যায় ভোগেন
ত্বকে ধুলো-ময়লা, তেল, মৃত কোষ জমে রোমকূপের মুখ বন্ধ হয়ে যায়। আর সেখান থেকেই দেখা মেলে হোয়াইটহেডসের
বিশেষত, তৈলাক্ত ত্বকে এই সমস্যা বেশি দেখা যায়। এছাড়া মানসিক অশান্তি, ধূমপান ও পরিচ্ছন্নতার অভাবের কারণেও এই হোয়াইট হেডসের সমস্যা হয়
এই সমস্যা থেকে আপনাকে মুক্তি দিতে পারে অ্যালোভেরা। একটি পাত্রে এক টেবিল চামচ খাঁটি অ্যালোভেরা জেল এবং এক চামচ লেবুর রস ভাল করে মিশিয়ে নিন। যেখানে হোয়াইটহেডস হয়েছে সেই জায়গায় মিশ্রণটি ৩-৪ মিনিট ধরে মালিশ করুন। তারপর ১০ মিনিট রেখে ধুয়ে ফেলুন
হোয়াইট হেডসের সমস্যা থেকে মুক্তি দিতে পারে মধুও। এক চা চামচ মধু হালকা গরম করে হোয়াইটহেডস-এর জায়গায় লাগান। ২০ মিনিট রেখে জল দিয়ে ধুয়ে ফেলুন। হোয়াইটহেডস পুরোপুরি অপসারণ না হওয়া পর্যন্ত একদিন ছাড়া একদিন এই পদ্ধতিটি প্রয়োগ করুন
দুই টেবিল চামচ অ্যাপেল সাইডার ভিনেগার, দুই টেবিল চামচ জল মিশিয়ে হোয়াইটহেডস-এর ওপর লাগান। ভাল ভাবে শুকিয়ে গেলে জল দিয়ে ধুয়ে ফেলুন
দুই-তিন ফোঁটা টি ট্রি অয়েল, এক টেবিল চামচ অলিভ অয়েল মিশিয়ে আক্রান্ত জায়গায় লাগান। ১৫-২০ মিনিট রাখুন। তারপর হালকা গরম জলে ধুয়ে ফেলুন। দিনে দুইবার এটি প্রয়োগ করুন
দুই-তিন চা চামচ বেকিং সোডার সঙ্গে সামান্য জল মিশিয়ে পেস্ট তৈরি করুন। হোয়াইটহেডস-এর ওপর এই পেস্টটি লাগিয়ে শুকোতে দিন ভাল ভাবে। তারপর হালকা গরম জল দিয়ে ধুয়ে ফেলুন।
হাফ চা চামচ হলুদ গুঁড়ো, হাফ চা চামচ জল বা মধু নিয়ে মেশান ভাল করে। মিশ্রণটি হোয়াইটহেডস-এর ওপর লাগিয়ে ১৫ মিনিট রাখুন। তারপর ধুয়ে ফেলুন। দিনে এক-দুইবার এটি করুন
এক চামচ মধু, এক চামচ চিনি ও এক চামচ পাতিলেবুর রস একসঙ্গে মিশিয়ে নিন। হোয়াইটহেডসের উপর তুলো দিয়ে এই মিশ্রণটি লাগিয়ে কিছুক্ষণ রেখে দিন। শুকিয়ে এলে ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলুন। সপ্তাহে ৩ দিন এই পদ্ধতিটি প্রয়োগ করতে পারেন