পুজোয় সেজে উঠুক আপনার নখও

15 October 2023

স্যালোঁয় গিয়ে ম্যানিকিওর করাতে কয়েক শ'টাকা খরচ। তাই বারবার নখ থেকে হলদেটে দাগ তুলতে পার্লারে যাওয়া সম্ভব নয়।

সামনেই পুজো। পুজোয় সাজিয়ে তুলুন নিজেকেও। পার্লারের খরচ বাঁচিয়ে বাড়িয়ে ম্যানিকিওর করুন। কীভাবে করবেন, রইল টিপস।

হাতের নখ মাঝারি সাইজে কেটে নিন। ছোট নখ পছন্দ না হলে, ফাইল দিয়ে ঘষে মনের মতো আকারও বানিয়ে নিতে পারেন।

ভারী ময়েশ্চারাইজার দু'হাতে মেখে নিন। এরপর একটি বাটিতে উষ্ণ জল নিন। এতে ১ চা চামচ শ্যাম্পু মিশিয়ে হাত দু'টো ডুবিয়ে রাখুন।

হাত ভিজিয়ে রাখলে কিউটিকল নরম হয়ে যায়। এবার নেল স্টোনের সাহায্যে নখের কিউটিকলগুলোকে ঠেলে উপর দিকে তুলুন।

এরপর কিউটিকলগুলো ছোট করে কেটে নিন। এবার দু'হাত শুকনো করে মুছে নিন। এরপর নখের উপর স্বচ্ছ বেস কোট পরে নিন।

বেস কোট শুকিয়ে গেলে পছন্দের নেলপলিশ লাগিয়ে নিন। নখে আশেপাশে নেলপলিশ লাগলে তা দ্রুত রিমুভারের সাহায্যে মুছে নিন।

নেলপলিশের কোট শুকিয়ে গেলে তার উপর আবার ট্রান্সপ্যারেন্ট বেস কোট লাগিয়ে নিন। এতে নেলপলিশ দীর্ঘস্থায়ী হয়। দেখায়ও সুন্দর।