26 January 2024
নাকের দু’পাশের চশমার কালো দাগ উঠবে সহজেই
credit: istock
TV9 Bangla
দীর্ঘদিন ধরে চশমা পরার ফলে নাকের দু'পাশে কালো দাগ হয়ে গিয়েছে? চশমার হালকা ফ্রেম পরেও এই সমস্যার সমাধান করা সম্ভব হয়নি।
তবে অনেকেই বলেন, সময় থাকতে নিয়মিত কিছু ঘরোয়া টোটকা ব্যবহার করলেই নাকি নাকের দু’পাশের দাগ তুলে ফেলা যায়।
কী কী ব্যবহার করে এই দাগ তুলে ফেলা যায়, তা জেনে নিন। তার জন্য আলু ছোট ছোট করে কেটে থেঁতো করে নিন।
তা থেকে রস বার করে নিন। সেই রস নাকের দু’পাশে লাগান। ১০ মিনিট রেখে ধুয়ে ফেলুন। রোজ এই কাজ করলে এক সপ্তাহেই দাগ দূর হবে।
ত্বকের যে কোনও রকমের ক্ষত সারাতে প্রাচীন কাল থেকেই মধুর হয়ে এসেছে। ত্বকের ক্ষত সারিয়ে, সেখানে নতুন কোষ তৈরি করতেও সাহায্য করে।
এর পাশাপাশি ত্বকের যে কোনও ছোপ, দাগ তোলার ক্ষেত্রেও দারুণ ভাবে কাজ করে মধু। ফলে এই অভ্যাস করতে পারেন।
শসাও একই ভাবে নাক থেকে চশমার দাগ তুলে দিতে পারে। শসা প্রথমে ছোট ছোট করে কেটে নিন। তার পরে নাকের দু’পাশে লাগান।
ত্বকের যে কোনও সমস্যাতেই অ্যালো ভেরা ব্যবহার করা যায়। নাকের দাগ নির্মূল করতেও অ্যালোভেরা পাতার নির্যাস দারুন ভাবে কার্যকর।
আরও পড়ুন