সোনার বিকল্প নেই! নিজের বিয়ে হোক বা অনুষ্ঠান বাড়ি, সুন্দর করে নিজেকে সাজিয়ে তুলতে সোনার গয়নাই মহিলাদের অন্যতম প্রিয়। শুধু বাহ্যিক সৌন্দর্য নয়, ত্বককে জেল্লাদার করে তুলতেও সোনার বিকল্প নেই
বলিরেখা দূর করে ত্বক টানটান রাখতে গোল্ড পার্টিক্যালসের জুড়ি নেই। ঘরেই গোল্ড পার্টিকেলস দিয়ে ফেসপ্যাক বানিয়ে নিয়মিত ব্যবহার করুন। ৪০ বছরেও আপনার ত্বক থাকবে তরুণ বয়সের মতো বলিরেখা-মুক্ত , জেল্লাদার।
সোনাচূর্ণ রক্তের প্রবাহ ঠিক রাখতে এবং মেটাবলিজম উৎপাদনে সাহায্য করে, যার ফলে ত্বকের কোষগুলি উদ্দীপিত হয়ে ওঠে এবং মুখের ক্লান্তিভাব দূর হয়।
সোনাচূর্ণে অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যান্টি-ব্যাকটেরিয়াল উপাদান থাকে, যা ব্রণ, ফুসকুড়ি এবং অ্যালার্জি প্রতিরোধ করতে সাহায্য করে। তাই নিয়মিত গোল্ড পার্টিক্যালস ব্যবহার করলে ত্বকের অনেক সমস্যা দূর হয়।
সূর্যের অতি বেগুনি রশ্মি ড্যামেজ করে। গোল্ড পার্টিকেলস এই ক্ষতিকর রশ্মি ত্বকে প্রবেশ করতে বাধা দেয়। তাই সূর্যালোকে বেরোলে সোনাচূর্ণের প্যাক মুখে ব্যবহার করুন।
গোল্ড পার্টিক্যালস ত্বকের গভীরে গিয়ে কোষকে উদ্দীপ্ত করতে এবং স্বাভাবিক জেল্লা আনতেও সাহায্য করে। এছাড়া ত্বকের আর্দ্রতা বজায় রাখতে খুব কার্যকরী সোনাচূর্ণ। তাই রোজ গোল্ড প্যাক মুখে লাগান।
সোনায় অ্যান্টি-প্রদাহ উপাদান রয়েছে, যা অতিরিক্ত ঘাম, মুখে লাল ভাব, থুতনিতে কালো ছোপ কাটাতে খুব কার্যকরী গোল্ড পার্টিক্যালস।
চোখের নীচের কালো ছোপ কাটাতেও উপকারী গোল্ড পার্টিক্যালস। তাই চোখের নীচের কালো ছোপ তাই চোখের নীচের ডার্ক সার্কেল কাটাতে প্রতিদিন গোল্ড প্যাক ব্যবহার করুন।