12 July 2024

দুধ দিয়ে চুল ধুয়ে নিলে কী হয় জানেন?

TV9 Bangla

দুধের মতো পুষ্টিকর পানীয় খুবই কম রয়েছে। শরীরের বিভিন্ন ঘাটতি পূরণ হয় দুধ খেলে।

শিশু থেকে বয়স্ক- সব বয়সী মানুষই দুধের উপর ভরসা করে থাকেন। কিন্তু রূপচর্চাতেও দুধের ব্যবহার আছে।

কিন্তু দুধ যদি মাথায় মাখেন, তা দিয়ে যদি চুল ধুয়ে নেন। তাহলে আপনার কেশের কী কী উপকার হবে জানেন?

দুধ প্রাকৃতিক কন্ডিশনার হিসাবে কাজ করে। রুক্ষ চুলকে রেশমের মতো করে তুলতে পারে দুধ।

দুধে প্রোটিন এবং ফ্যাট ছাড়াও অনেক রকম ভিটামিন রয়েছে। ফলিকলে পুষ্টি জুগিয়ে চুলের বৃদ্ধিতে সাহায্য করে।

চুল ভালো তখনই থাকে যখন মাথার ত্বকের আর্দ্রতা বজায় থাকে। দুধ এই কাজে সহায়তা করে। মাথার ত্বকে জমা মৃত কোষ দূর করতেও সাহায্য করে দুধ।

নিষ্প্রাণ চুলে প্রাণ ফেরাতে পারে দুধ। এতে থাকা ফ্যাট চুলকে জেল্লাদার করতে সাহায্য করে।

ডগা ফেটে গেলে চুলের বৃদ্ধি ব্যহত হয়। দুধ চুলের ডগা ফাটার সমস্যা রোধ করে।