শীতে শুষ্ক চুলে আনুন প্রাণ
14 November 2023
শীতকালে আর্দ্রতার অভাবে চুল হয়ে পড়ে রুক্ষ ও শুষ্ক। এই মরশুমে চুল জেল্লা হারিয়ে ফেলে। বাড়ে ফ্রিজি হেয়ারের সমস্যা।
শীতকালে ফ্রিজি হেয়ারের সমস্যা এড়াতে গেলে কয়েক বিষয়ের উপর আপনাকে জোর দিতে হবে। তবেই পাবেন মসৃণ চুল।
শীতে গরম জলে স্নান করার প্রবণতা বাড়ে। কিন্তু চুলে গরম জল ঢাললেই ক্ষতি। গরম জল চুলের প্রাকৃতিক আর্দ্রতা কেড়ে নেয়।
গরম জলে স্নান করা এড়ানোর পাশাপাশি চুলে কন্ডিশনিংয়ের উপর জোর দিন। শ্যাম্পু করার পর অবশ্যই কন্ডিশনার ব্যবহার করুন।
সপ্তাহে ২-৩ দিন চুলে তেল মালিশ করুন। নারকেল তেল মালিশ করলে আপনার চুলে আর্দ্রতা ফিরবে, চুলের গোড়া মজবুত হবে।
সপ্তাহে একদিন ডিপ কন্ডিশনিং করুন। হাইড্রেটিং হেয়ার মাস্ক ব্যবহার করুন। এটি আপনার চুলে আর্দ্রভাব ফিরিয়ে আনবে।
চুলে ঘন ঘন স্টাইলিং করবেন না। স্ট্রেটনার, হেয়ার ড্রায়ারের ব্যবহার যত কম করবেন, ফ্রিজি হেয়ারের সমস্যা এড়ানো যাবে।
সুতির বদলে স্লিকের বালিশের কভার ব্যবহার করুন। এটি আপনার চুলকে ফ্রিজিনেস ও চুল পড়ার হাত থেকে রক্ষা করবে।
আরও পড়ুন