যে ৭ উপাদান মুখের জন্য নয়
5 September 2023
আজও ত্বকের পরিচর্চায় মানুষ ভরসা রাখেন ঘরোয়া প্রতিকারের উপর। প্রাকৃতিক উপাদান দিয়ে অনেকেই ফেসপ্যাক বানান।
ফেসপ্যাকে বেসন, দই, হলুদ, মধুর মতো উপাদান ব্যবহার করেন। কিন্তু এমন কিছু উপাদান রয়েছে যা রূপচর্চায় এড়িয়ে চলা উচিত।
ফেসপ্যাক তৈরিতে লেবুর রস মেশান? এটা দাগছোপ দূর করলেও ব্যবহার না করাই ভাল। এর অ্যাসিডধর্মী বৈশিষ্ট্য ত্বক পুড়িয়ে দিতে পারে।
ব্রণর হাত থেকে চটজলদি মুক্তি পেতে টুথপেস্ট লাগান? টুথপেস্টের ব্যবহারে মেলানিনের মাত্রা বেড়ে যায় এবং ত্বক কালো হয়ে যায়।
ফেসপ্যাকে অনেকেই ভিটামিন ই ক্যাপসুলের মধ্যে থাকা তরলের ব্যবহার করেন। এর পরিমাণ হেরফের হলেই ত্বকের মারাত্মক ক্ষতি হতে পারে।
শ্যাম্পু চুলের জন্য। ভুলেও মুখ পরিষ্কার করতে এটি ব্যবহার করবেন না। এতে ত্বক শুষ্ক হয়ে যেতে পারে। তাই এটি রূপচর্চায় এড়িয়ে চলুন।
দিনের পর দিন একই সানস্ক্রিন লাগিয়ে চলেছেন? এক্সপেয়রি ডেট দেখেছেন? মেয়াদ উত্তীর্ণ হওয়া সানস্ক্রিন ভুলেও ত্বকে মাখবেন না।
মুখের রোম তুলতে ওয়াক্সিংয়ের সাহায্য নেবেন না। এটি মুখের মধ্যে র্যাশ, ফুসকুড়ি ও ইনগ্রো হেয়ারের সমস্যা বাড়িয়ে তুলতে পারে।
গ্লু ব্যবহার করে ব্ল্যাকহেডস তোলেন? ইউটিউব দেখে এমন ভুল কাজ করবেন না। এতে ব্ল্যাকহেডস দূর হবে না উল্টে ত্বকের ক্ষতি হবে।
আরও পড়ুন