কে-বিউটির হাত ধরে রূপচর্চার দুনিয়ায় চারকোলের চল বেড়েছে।
নিখুঁত ত্বক পেতে অনেকেই চারকোল ফেসমাস্ক বেছে নিচ্ছেন।
কিন্তু এই চারকোল ফেসমাস্ক ব্যবহারে কী উপকার পাওয়া যায়, জানেন?
ত্বকের উপর এক্সফোলিয়েটর হিসেবে কাজ করে চারকোল মাস্ক।
চারকোল মাস্ক ত্বক থেকে অতিরিক্ত তেল পরিষ্কার করে দেয়।
পাশাপাশি ওপেন পোরসের সমস্যাও দূর করে দেয় চারকোল মাস্ক।
ট্যান থেকে মুখে জমে থাকা যাবতীয় ময়লা পরিষ্কার করে দেয় চারকোল।
ফেসমাস্কের পাশাপাশি চারকোল ফেসওয়াশও পাওয়া যায়। এটাও একইভাবে কার্যকর।
নিয়মিত চারকোল মাস্ক ও ফেসওয়াশ ব্যবহারে ত্বকের জেল্লা বাড়ে।