রিঠা ফলের গুণে ফিরবে চুলের হাল
28 September 2023
মা-ঠাকুমাদের যুগ থেকে চুলের যত্নে রিঠা ব্যবহার করা হয়। রিঠা ফলের গুণে চুলের একাধিক সমস্যা কমে। চুল মজবুতও হয়।
চুল পড়া কমানো থেকে শুরু করে মজবুত চুল গঠনে সাহায্য করে রিঠা। রিঠা ব্যবহারে কী-কী উপকারিতা পাবেন, দেখে নিন এক ঝলকে।
চুলে প্রাকৃতিক ক্লিনজার হিসেবে কাজ করে রিঠা। এই ফলে রয়ছে স্যাপোনিন, যা শ্যাম্পুর মতো চুল থেকে ময়লা, তেল দূর করে।
রিঠার আয়রন রয়েছে, যা চুলের বৃদ্ধি ও চুল পড়া কমানোর জন্য প্রয়োজনীয়। এই ফল সুন্দর ও মজবুত চুল গঠনে সাহায্য করে।
রিঠার অ্যান্টিমাইক্রোবিয়াল উপাদান খুশকি ও স্ক্যাল্পের অন্যান্য সংক্রমণ দূর করে। স্ক্যাল্পের স্বাস্থ্য বজায় রাখে এই ফল।
স্ক্যাল্পে রিঠা ঘষলে এটি অতিরিক্ত সেবাম নিঃসরণকেও নিয়ন্ত্রণ করে। স্ক্যাল্পের চিটচিটে ভাব দূর করতে রিঠা ব্যবহার করতে পারেন।
দূষণ চুলের প্রাকৃতিক জেল্লা কেড়ে নেয়। পুজোর আগে সেই উজ্জ্বলতা ফিরে পেতে রিঠা ভেজানো জল দিয়ে চুল ধুয়ে নিন।
রিঠা ভেজানো জল চুল ধুলে এটি কন্ডিশনারেরও কাজ করে। রিঠা চুলের ফ্রিজিনেস দূর করে এবং চুলে জট পড়তে দেয় না।
আরও পড়ুন