15 January 2024

ব্রণ থেকে দাগছোপ, সমাধান ১ চামচ ভিনিগার

credit: istock

TV9 Bangla

ত্বকের যত্নে নানা ধরনের প্রসাধনী ব্যবহার করেন। কিন্তু কখনও ভিনিগার ব্যবহার করার কথা ভেবেছেন? না ভেবে থাকলে আজই ট্রাই করুন।

ত্বকের দেখভাল সাধারণ ভিনিগার নয়, বরং অ্যাপেল সাইডার ভিনিগার ব্যবহার করতে হয়। এটি ব্রণ থেকে দাগছোপ দূর করে এক নিমেষে।

ত্বকের প্রাকৃতিক পিএইচ স্তরের ভারসাম্য বজায় রাখে অ্যাপেল সাইডার ভিনিগার। এই ভিনিগার মাখলে ত্বকে ব্যাকটেরিয়ার প্রকোপ কমে যায়।

ত্বকের প্রদাহ কমানো থেকে শুরু করে ব্রণ, ব্রেকআউটের সমস্যায় কাজে আসে অ্যাপেল সাইডার ভিনিগার। এটি ত্বককে এক্সফোলিয়েট করে।

একজিমার মতো ত্বকের সমস্যায় দারুণ কাজ করে অ্যাপেল সাইডার ভিনিগার। পাশাপাশি ত্বককে হাইড্রেট ও টানটান করে তোলে এই উপাদান।

আপনি যদি ১ গ্লাস জলে লেবুর রস ও মধুর সঙ্গে অ্যাপেল সাইডার ভিনিগার মিশিয়ে খান, ত্বকে জমে থেকে সমস্ত দূষিত পদার্থ বেরিয়ে যাবে।

ফল বা সবজির স্মুদি বানালে তাতেও অ্যাপেল সাইডার ভিনিগার ১ চামচ মেশাতে পারেন। এতেও ত্বক হয়ে উঠবে উজ্জ্বল ও নিখুঁত।

অ্যাপেল সাইডার ভিনিগার খাওয়ার পাশাপাশি জলে মিশিয়ে মুখে স্প্রে করতে পারেন। টোনার হিসেবে ব্যবহার করলেও সব উপকার পাবেন।