23 January 2024

শীতে কোন উপায়ে মুখ গোলাপ জল মাখবেন?

credit: istock

TV9 Bangla

এক সময়ে রূপচর্চায় গোলাপ জলের রমরমা ছিল। এখন বিভিন্ন প্রসাধনীর মাঝে গোলাপ জলের কদর কমেছে। কিন্তু উপকারিতা নয়।

কম খরচে ত্বকের যত্ন নিতে গেলে গোলাপ জলের মতো প্রাকৃতিক উপাদানের সাহায্য নিতেই হবে। গোলাপ জল ত্বকের জন্য অপরিহার্য।

যে কোনও ঋতুতে শুষ্কতা দূর করে, ত্বকের আর্দ্রতা বজায় রাখতে সাহায্য করে গোলাপ জল। এতে ত্বকের জেল্লা আরও বাড়ে।

ব্রণ হোক বা র‍্যাশ, ত্বকের যে কোনও প্রদাহ, লালচে ভাব দূর করতে সাহায্য করে গোলাপ জল। এটি ত্বকের পিএইচ স্তরের ভারসাম্য বজায় রাখে।

সাধারণত গোলাপ জল টোনার হিসেবে ব্যবহার করা হয়। এটাই রোজ গোলাপ জল ব্যবহারের সহজ উপায়। কীভাবে? রইল টিপস।

ক্লিনজার বা ফেসওয়াশ দিয়ে মুখ পরিষ্কার করে নিন। ত্বক প্যাড ড্রাই করুন। এরপর মুখ ধোয়ার পর স্প্রে করে নিন গোলাপ জল।

এছাড়া অ্যালোভেরা জেলের সঙ্গে গোলাপ জল মিশিয়ে মাখতে পারেন। এই উপায়ে গোলাপ জল ত্বককে ময়েশ্চারাইজ করবে।

খুব শুষ্ক ত্বক হলে গ্লিসারিন বা পেট্রোলিয়াম জেলের সঙ্গে গোলাপ জল মিশিয়ে মুখে মাখতে পারেন। শুষ্কভাবের হাত থেকে রক্ষা পাবেন।