টমেটো যখন ত্বকের পরম বন্ধু

26 August 2023

দাম বেশি হলেও টমেটোই ত্বকের পরম বন্ধু। টমেটোর গুণে আপনি ত্বকের একাধিক সমস্যাকে দূরে রাখতে পারেন। 

মুখে টমেটো মাখলে সান ট্যান, ব্রণ, দাগছোপ, ব্ল্যাকহেডস সব দূর হয়ে যায়। কিন্তু কীভাবে টমেটো ব্যবহার করবেন, জানেন?

ব্রণ প্রবণ ত্বকে টমেটোর স্লাইস নিয়ে ঘষুন। কিংবা ১৫ মিনিট মুখে টমেটো পেস্ট লাগিয়ে নিন। এটি ব্রণ নিয়ন্ত্রণে সাহায্য করবে।

ব্ল্যাকহেডসের সমস্যায় কাজে আসে টমেটো। টমেটোর রসের সঙ্গে বেকিং সোডা মিশিয়ে মুখে মাখুন। ৫ মিনিট রেখে মুখ ধুয়ে নিন। 

তৈলাক্ত ত্বকের অতিরিক্ত তেলতেলে ভাব নিয়ন্ত্রণ করতে টমেটো ও শসা একসঙ্গে পেস্ট করে মুখে লাগান। সেবাম উৎপাদন কমবে। 

ট্যান দূর করতে টমেটোর রসের সঙ্গে অল্প হলুদ গুঁড়ো, বেসন ও দই মিশিয়ে মাখুন। দু'দিনে সমস্ত ট্যান দূর হয়ে পাবেন উজ্জ্বল ত্বক।

টমেটোকে স্ক্রাবার হিসেবেও ব্যবহার করতে পারেন। টমেটোর রসের সঙ্গে ওটস মিশিয়ে এক্সফোলিয়েট করুন। এটি মৃত কোষ দূর করবে।

শুষ্ক ত্বকের সমস্যায় টমেটো রস মাখুন আমন্ড অয়েলের সঙ্গে। এটি আপনার ত্বককে আরও উজ্জ্বল ও প্রাণবন্ত করে তুলবে। 

দুধের সঙ্গে টমেটো রস মিশিয়েও মাখতে পারেন। এতে রোদের পোড়া দাগ ও অন্যান্য দাগছোপ নিমেষে দূর হয়ে যাবে।