সর্ষের তেলের ঝাঁজ রান্নায় যতটা ভাল লাগে, চুলের জন্য কি একইভাবে উপকারী?

একটা সময় মা-ঠাকুমারা চুলে সর্ষের তেলই মেখে নিতেন।

এখন মানুষের মধ্যে রূপচর্চায় বা চুলের যত্নে সর্ষের তেলের ব্যবহার কমে গিয়েছে।

কিন্তু বিশেষজ্ঞদের মতে, সর্ষের তেল মাখলে আপনার চুলের গোড়া মজবুত হবে।

সর্ষের তেলের মধ্যে রয়েছে ভিটামিন এ, ডি, ই, কে ও অ্যান্টিঅক্সিডেন্ট।

সর্ষের তেল প্রাকৃতিক কন্ডিশনার হিসেবে কাজ করে। এতে চুল হয়ে উঠবে মোলায়েম ও মসৃণ।

পাতলা চুলের সমাধান সর্ষের তেল। চুলের ভলিউম বাড়িয়ে তোলে।

সর্ষের তেল স্ক্যাল্পের রক্ত সঞ্চালন বৃদ্ধি করে, খুশকির সমস্যা কমায়।

চুলের বৃদ্ধিতে সাহায্য করে সর্ষের তেল। কমায় স্প্লিটএন্ড, ফ্রিজনেসও।