26 December 2023

বছর শেষের আগে ত্বকের জেল্লা ফেরান

credit: istock

TV9 Bangla

৩১ ডিসেম্বর রাতে পার্টির প্ল্যান রয়েছে। কিন্তু আপনার ত্বকে জেল্লা নেই? বছর শেষের আগে নিস্তেজ ত্বকে প্রাণ ফিরিয়ে আনুন।

বাজারচলতি ফেসপ্যাক, শিট মাস্ক ছেড়ে ঘরোয়া উপায়ে ত্বকের দেখভাল করুন। কয়েক মিনিটের মধ্যে প্রাকৃতিক আভা পাবেন ত্বকে।

অ্যালোভেরা জেল স্কিনকেয়ারের পাওয়ারহাউস। অ্যালোভেরার পাতা থেকে তাজা জেল বের করে সরাসরি মুখে লাগালেই উপকার পাবেন।

বিকালে পার্টি থাকলে সকালে লেবুর রসের সঙ্গে মধু মিশিয়ে মুখে লাগান। ২০ মিনিট রেখে ধুয়ে ফেললেই ত্বক উজ্জ্বলতা ও সতেজতা আসবে।

স্নানের সময় জলে ওটস ভিজিয়ে গায়ে ঘষুন করুন। এই প্রাকৃতিক এক্সফোলিয়েটর ত্বকের মৃত কোষ পরিষ্কার করে জেল্লা বাড়িয়ে তুলবে।

ভরসা রাখুন প্রাচীন টোটকায়। টক দইয়ের সঙ্গে হলুদ মিশিয়ে মুখে মাখুন। এই ফেসপ্যাক ত্বকে জেল্লা আনার সঙ্গে ব্রণর সমস্যাও দূর করবে।

প্রতিদিন মুখ পরিষ্কার করার পর মুখে গোলাপ জল স্প্রে করুন। এটি ত্বকের পিএইচ স্তরের ভারসাম্য বজায় রাখবে এবং রোমকূপ পরিষ্কার করবে।

পাকা পেঁপে বেটে মুখে লাগাতে পারেন। পাকা পেঁপে ত্বককে বার্ধক্যের হাত থেকে রক্ষা করবে এবং ত্বকের জেল্লা বজায় রাখবে।