স্নানের সময় এই টোটকা মানলেই চুলকানি থেকে রেহাই

21 August 2023

বর্ষাকালে ত্বকে অ্যালার্জি‌, চুলকানি, র‍্যাশের সমস্যা সবচেয়ে বেশি দেখা দেয়। অপরিষ্কার অবস্থায় থাকলে সমস্যা আরও বাড়ে।

এই সময় পরিষ্কার-পরিচ্ছন্ন থাকলে, সহজেই এই সব সমস্যা এড়ানো যায়। এছাড়া আরও একটি সমস্যা দেখা দেয় এই সময়।

কাদা জল পায়ে লেগে দাগ, চুলকানি, র‍্যাশের সমস্যা দেখা দেয়। এর থেকে মুক্তির উপায় লুকিয়ে রয়েছে আপনার হেঁশেলে। 

বর্ষাকালে হওয়া চুলকানির হাত থেকে মুক্তি পেতে স্নানের জল টি ট্রি অয়েল মিশিয়ে দিন। এটি র‍্যাশের সমস্যাকেও নিয়ন্ত্রণে রাখবে।

বাজারচলতি স্ক্রাবের বদলে ওটস ব্যবহার করুন। ওটস গুঁড়ো করে গায়ে মাখুন। তারপর স্নান করে নিন। এটি চুলকানি থেকে রেহাই দেবে।

ত্বকের যে অংশে চুলকানি হচ্ছে, তার উপর জলের সঙ্গে অ্যাপেল সাইডার ভিনিগার মিশিয়ে লাগান। এতে দাগও উধাও হয়ে যাবে।

বর্ষাকালে অ্যালার্জি‌, র‍্যাশের সমস্যা এড়াতে অ্যালোভেরা জেল মাখুন। এটি ত্বকের প্রদাহ কমিয়ে আপনাকে স্বস্তি এনে দেবে। 

শুষ্ক ত্বকে চুলকানির সমস্যা বেশি দেখা দেয়। তাই স্নানের সময় গায়ে নারকেল তেল মাখতে পারেন। ত্বকের আর্দ্রতাও বজায় থাকবে।

যে অংশে বেশি চুলকানি হচ্ছে সেখানে জলের সঙ্গে বেকিং সোডা গুলে লাগাতে পারেন। এতে চুলকানির সমস্যা নিমেষে কমে যাবে।