ঠোঁটে কালচে ছোপ ১ মিনিটে হবে উধাও

18 November 2023

লিপস্টিক ও লিপগ্লস ব্যবহার করেও আপনি ঠোঁটের কালো ছোপ ঢাকতে পারবেন না। বরং এতে কালচে ছোপ বেড়েই চলবে।

সিগারেট খাওয়ার অভ্যাস থাকলে ঠোঁটের কালো ছোপ দূর করা বেশ কঠিন। অতিরিক্ত চা-কফি পানের অভ্যাসও ঠোঁট কালো করে দেয়।

ঠোঁটের কালচে দাগ দূর করতে এবং পুনরায় গোলাপি আভা ফিরিয়ে আনতে কিছু প্রাকৃতিক ও সহজ পদ্ধতির সাহায্য নিতে পারেন।

ঠোঁটের কালচে ভাব দূর করতে মধু ব্যবহার করতে পারেন। শীতকালে মধু ব্যবহার করলে ঠোঁটের কোমলতা বজায় থাকবে। 

ঘুমোনোর আগে সামান্য মধু ঠোঁটে লাগিয়ে রেখে দিন। কয়েক সপ্তাহের মধ্যে ঠোঁটের রং হালকা হবে। এতে ঠোঁট ফাটবেও না।

ঠোঁট স্ক্রাব করা জরুরি। এতে ঠোঁটের কালচে দাগ দূর হওয়ার পাশাপাশি মরা চামড়াও উঠে যাবে। ঠোঁট কোমলও থাকবে।

২ চামচ চিনি ও ৩ চামচ মাখন একসঙ্গে মিশিয়ে একটা পেস্ট বানিয়ে ঠোঁটে ঘষতে পারেন। এটা ফ্রিজে সংরক্ষণ করতে পারেন। 

প্রতিদিন ঘুমোতে যাওয়ার আগে ঠোঁটে লেবুর রস মালিশ করুন। লেবুর রসে থাকা ব্লিচিং উপাদান ঠোঁটের রং উজ্জ্বল করে তুলবে।