শীতে পান শিশুর মতো কোমল ত্বক

29 November 2023

শীতকালে ত্বকের আর্দ্রতা বজায় রাখা ভীষণ চ্যালেঞ্জের। পাশাপাশি নরম ত্বক পেতে গেলে একটু কসরতও করতে হয়। 

শীতকালে ত্বকের জেল্লা ধরে রাখতে আপনি ঘরোয়া প্রতিকারের সাহায্য নিন। এতে বাচ্চাদের মতো নরম ত্বক পাবেন গ্যারান্টি।

সমপরিমাণ মধু ও লেবুর রস নিয়ে একসঙ্গে মিশিয়ে মুখে মাখুন। ১৫ মিনিট রেখে ধুয়ে ফেললেই ত্বকের হারানো আর্দ্রতা ফিরে পাবেন।

শীতে ত্বক এক্সফোলিয়েট করুন চিনি ও অলিভ অয়েল দিয়ে। এই স্ক্রাবটি সপ্তাহে ২ বার ব্যবহার করলেই ত্বকের জেল্লা বাড়বে।

টক দইয়ের সঙ্গে শসা ব্লেন্ড করে ত্বকে লাগান। এটি ত্বককে এক্সফোলিয়েটও করবে এবং ময়েশ্চারাইজ করে তুলবে।

শীতকালে স্নানের সময় জলে কয়েক কাপ দুধ মিশিয়ে নিন। দুধ মেশানো জলে স্নান করলে হাত-পা কোমল ও মসৃণ থাকবে। 

হাতের কাছে ময়েশ্চারাইজার না থাকলে অ্যালোভেরা জেল মাখুন। এই প্রাকৃতিক উপাদান ত্বককে হাইড্রেট রাখতে সাহায্য করবে। 

শীতকালে বাজারে দেখা মেলে রকমারি ফল ও সবজির। এখন উঁকি দিচ্ছে আমলকি। এই ফলেই লুকিয়ে সুস্বাস্থ্যের চাবিকাঠি।