ঘন ঘন নেলপলিশ পরলে বা তুললে নখ নখ হলদে হয়ে যায়।
এছাড়াও বর্ষায় নখের কোণে ছত্রাক সংক্রমণের ঝুঁকি সবচেয়ে বেশি।
এই অবস্থায় কীভাবে নখের খেয়াল রাখবেন, রইল টিপস।
নখের হলদেটে ভাব দূর করতে লেবুর রস লাগাতে পারেন।
এমনকী নখের উপর পাতিলেবুর খোসা ঘষতে পারেন।
ছত্রাক সংক্রমণ এড়াতে নখের উপর রসুন থেঁতো করে লাগান।
রসুন নখের কোণে জমে থাকা ব্যাকটেরিয়া, জীবাণুকে মেরে ফেলে।
শুষ্ক নখ ও কিউটিকলের যত্ন নিতে নারকেল তেলের সাহায্য নিন।
ভিটামিন ই থাকায় নারকেল তেল রুক্ষ ও শুষ্ক নখের যত্ন নেয়।