ব্রণ কমলেও এর জেদি দাগ দূর হয় না।

ব্রণ দাগ কমাতে গেলে স্কিন কেয়ার রুটিনে জোর দিতে হবে।

ক্লিনজিং, টোনিং, ময়েশ্চারাইজিং—৩ ধাপ মানতে হবে।

স্থায়ী সমাধান খুঁজতে প্রাকৃতিক উপাদানের সাহায্য নিন।

ত্বকে নারকেল তেল মালিশ করতে পারেন।

নারকেল তেলে থাকা ভিটামিন ই কমায় দাগছোপ।

মুখের যাবতীয় দাগছোপ দূর করতে উপকারী হলুদ।

বেসন ও দইয়ের সঙ্গে হলুদ মিশিয়ে মুখে মাখুন।

এছাড়া আঙুরের রস লাগাতে পারেন মুখে। কমবে দাগছোপ।