পেট্রোলিয়াম জেলি বাঁচাতে পারে শুষ্ক ত্বককে
27 September 2023
শুষ্ক ত্বক আজকাল খুব সাধারণ সমস্যা হয়ে দাঁড়িয়েছে। শুষ্ক ত্বকের ঠিকঠাক যত্ন না নিলে, সমস্যা আরও বাড়তে পারে।
আবহাওয়ার পরিবর্তন, দূষণ, ত্বক পরিচর্যায় অনীহা শুষ্ক ত্বকের সমস্যা বাড়িয়ে তোলে। এই অবস্থায় কীভাবে ত্বকের যত্ন নেবেন?
শুষ্ক ত্বকের যত্ন নেওয়ার ক্ষেত্রে ময়েশ্চারাইজিং জরুরি। একটু ভারী ময়েশ্চারাইজার বেছে নিন। এতে ত্বকের আর্দ্রতা বজায় থাকবে।
পেট্রোলিয়াম জেলি মিনারেল অয়েল নামেও পরিচিত। তাই শুষ্ক ত্বকের যত্নে এমন প্রসাধনী বেছে নিন যার মধ্যে পেট্রোলিয়াম জেলি রয়েছে।
ময়েশ্চারাইজারের পাশাপাশি প্রতিদিন নারকেল তেল ব্যবহার করুন। ভেষজ নারকেল তেল আপনার শুষ্ক ত্বকের যত্ন নেয়।
ওটমিল দিয়ে স্নান করুন। ওটমিল আপনার ত্বককে এক্সফোলিয়েট করতে সাহায্য করবে। পাশাপাশি ত্বককে ময়েশ্চারাইজ করে তুলবে।
ওটমিলের মধ্যে অ্যান্টিঅক্সিডেন্ট ও অ্যান্টিইনফ্লেমটরি উপাদান রয়েছে। এই উপাদান চুলকানি, র্যাশের সমস্যা থেকেও দূরে রাখবে।
শুষ্ক ত্বকে আর্দ্রতা ধরে রাখতে প্রচুর পরিমাণে জল পান করুন। শীতাতপ নিয়ন্ত্রিত ঘরে দীর্ঘক্ষণ থাকলে ঘন ঘন ময়েশ্চারাইজার ব্যবহার করুন।
আরও পড়ুন