অ্যালোভেরা জেল দিয়ে বানিয়ে নিন শ্যাম্পু

20 September 2023

চুলের যত্ন নিতে চাইলে আপনাকে শ্যাম্পু করতেই হবে। কেউ দু'দিন অন্তর শ্যাম্পু করেন, আবার কেউ সপ্তাহে দু'দিন শ্যাম্পু করেন। 

বেশিরভাগ মানুষ বাজারচলতি শ্যাম্পু ব্যবহার করেন। এতে চুল ও স্ক্যাল্পের ময়লা দূর হয়ে যায়। কিন্তু আর কোনও উপকারিতা পান কি?

চুলের যত্ন নিতে আপনি অ্যালোভেরার তৈরি শ্যাম্পু ব্যবহার কর‍তে পারেন। এতে চুল পরিষ্কারের পাশাপাশি চুলের বৃদ্ধিও হবে দ্রুত। 

অ্যালোভেরা চুলকে ক্ষয়ের হাত থেকে রক্ষা করে, স্ক্যাল্পের চিটচিটে ভাব ও চুলকানি কমায়। পাশাপাশি চুলের গোড়ায় পুষ্টি জোগায়। 

অ্যালোভেরা তাজা পাতা থেকে নির্যাস বের করে নিন। এবার এক গ্লাস জল গরম বসান। তাতে ৩-৪ চামচ গ্লিসারিন বেসড শ্যাম্পু মেশান।

গরম জলের সঙ্গে শ্যাম্পু সম্পূর্ণরূপে মিশে যাওয়া পর্যন্ত অপেক্ষা করুন। এরপর এতে তাজা অ্যালোভেরা জেল ভাল করে মিশিয়ে দিন।

এবার শ্যাম্পুর মিশ্রণে পরিমাণ বুঝে ভিটামিন ই অয়েল এবং জোজোবা অয়েল মিশিয়ে দিন। এরপর আঁচ নিভিয়ে দিন। 

শ্যাম্পুর মিশ্রণটি ঠান্ডা করে কাচের বোতলে ভরে রাখুন। স্নানের সময় এই হোমমেড অ্যালোভেরা শ্যাম্পু দিয়ে চুল পরিষ্কার করতে পারেন।