হোমমেড নাইটক্রিম ও সিরামে কমবে বলিরেখা
9 September 2023
বলিরেখা, সূক্ষ্মরেখা, ঝুলে যাওয়া চামড়াকে পুনরায় টানটান করে তুলতে নাইটক্রিম ও সিরাম ব্যবহার করা জরুরি। তাই এর চাহিদা এত বেশি।
বাজারচলতি নাইটক্রিম ও সিরামের দাম অনেক। তার চেয়ে আপনি বাড়িতে বানাতে পারেন এই দুই উপাদান। কীভাবে, রইল টিপস।
সিরাম বানানোর জন্য ৩ চামচ অ্যালোভেরা জেলের সঙ্গে ২টো ভিটামিন ই ক্যাপসুলের তরল এবং ৩ চামচ গোলাপ জল মিশিয়ে দিন।
সিরামের এই মিশ্রণে মিশিয়ে দিন পছন্দের এসেনশিয়াল অয়েল ২-৩ ফোঁটা আর মেশান ২-৩ ফোঁটা অলিভ অয়েল। তৈরি ফেস সিরাম।
আপনার ত্বক অতিরিক্ত শুষ্ক হলে এই সিরামে ১ চামচ গ্লিসারিন মিশিয়ে নিতে পারেন। এবার এই সিরাম ভরে রাখুন কাচের শিশিতে।
নাইটক্রিম বানানোর জন্য ১ চামচ দুধের সরের সঙ্গে ১ চামচ করে গোলাপ জল, অলিভ অয়েল এবং গ্লিসারিন ভাল করে মিশিয়ে নিন।
এই কয়েকটি উপকরণ একসঙ্গে ব্লেন্ড করে নিলেই তৈরি হয়ে যাবে নাইটক্রিম। এই নাইটক্রিম কোনও কাচের শিশিতে ভরে ফ্রিজে রাখুন।
প্রথমে হালকা ক্লিনজার মুখ পরিষ্কার করে নিন। এরপর দু-তিন ফোঁটা হোমমেড সিরাম নিয়ে মুখে ভাল করে মালিশ করুন।
ঘরে-ঘরে জ্বর, সর্দি-কাশিতে ভুগছে মানুষ। নেপথ্যে রয়েছে ভাইরাল ইনফেকশন। দু'দিনের মাথায় জ্বর কমলেও ছাড়ছে না সর্দি-কাশি।
আরও পড়ুন