প্রাচীনকাল থেকে রূপচর্চায় ব্যবহার হয়ে আসছে বেসন।

প্রাকৃতিক এক্সফোলিয়েটর হিসেবে কাজ করে বেসন।

ট্যান দূর করার পাশাপাশি ত্বকের জেল্লা বাড়িয়ে তোলে।

ক্লিনজার থেকে শুরু করে স্ক্রাব ও ফেসপ্যাক বানানো যায় বেসন দিয়ে।

সম্পূর্ণ ফেসিয়াল সেরে ফেলতে পারেন বেসন দিয়ে।

বেসনের সঙ্গে হলুদ গুঁড়ো ও গোলাপ মিশিয়ে ক্লিনজার বানিয়ে ফেলুন।

এই মিশ্রণ দিয়ে আপনি প্রতিদিন মুখ পরিষ্কার করতে পারেন।

বেসনের সঙ্গে দই, হলুদ ও লেবুর রস মিশিয়ে ফেসপ্যাক বানিয়ে নিন।

এই ফেসপ্যাক সপ্তাহে ১দিন ব্যবহার করলে ফিরবে ত্বকের হাল।