শীত মানেই সাধের জেল্লা ফিকে হতে শুরু করে। আর ত্বক হয়ে ওঠে রুক্ষ-শুষ্ক। তা থেকে বাঁচতে একাধিক ক্রিম ব্যবহার করেন অনেকেই।
কিন্তু ক্রিম না মেখে, বাড়িতে তৈরি কয়েকটি ফেসপ্যাক দিয়েই ফিরে পাবেন ঝকঝকে ত্বক। উপকারী ৪ ঘরোয়া ফেসপ্যাকের সন্ধান রইল।
ত্বকের জেল্লা বাড়ানোর জন্যে কাঁচা দুধ বেজায় কার্যকরী। কারণ, দুধে উপস্থিত ল্যাকটিক অ্যাসিড আপনার ত্বকের প্রাকৃতিক আর্দ্রতা ফিরিয়ে আনে।
একটি পাত্রে ২ চামচ বেসন নিয়ে তার সঙ্গে সামান্য পরিমাণে গোলাপ জল দিন।এবার ভাল করে মিশিয়ে নেওয়ার পর তাতে পরিমাণ মতো দুধ মিশিয়ে নিতে হবে।
এবার এই ফেসপ্যাক আপনার মুখে লাগিয়ে নিন। ১০ মিনিট অপেক্ষা করে মুখ ধুয়ে ফেলুন। দেখবেন একদম নরম ত্বক পাবেন মুহূর্তের মধ্যে।
ত্বকের আর্দ্রতা ধরে রাখতে অ্যালোভেরা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সেই সঙ্গে ত্বকের নানা সমস্যাকেও দূরে রাখে এই প্রাকৃতিক উপাদান!
অ্যান্টিঅক্সিড্যান্ট সমৃদ্ধ অ্যালোভেরা আপনার ত্বকের অন্দরের টক্সিন বের বের করে দিতেও সিদ্ধহস্ত। তাই ত্বকের যত্নে এই প্রাকৃতিক উপাদানকে কাজে লাগানো আবশ্যক।
একটি পাত্রে পরিমাণ মতো দুধের সর এবং গ্লিসারনিন নিয়ে ভালো করে মিশিয়ে নিন। এবার এই মিশ্রণ আপনার মুখে লাগান। ১৫ মিনিট পরে মুখ ধুয়ে ফেলুন।