31 December 2023

ব্যথা ছাড়াই মুখের লোম তুলুন

credit: istock

TV9 Bangla

হাত-পায়ের লোম তুলতে ওয়্যাক্সই সেরা ফল দেয়। কিন্তু শীতকালে ওয়্যাক্স করানো বেশ কষ্টকর। সঙ্গে র‍্যাশ বেরোনোর ভয় থাকে।

আজকাল মুখেও ওয়্যাক্সিং হয়। এটাও মুখের লোম তোলার খুব একটা আরামদায়ক প্রক্রিয়া নয়। তবে, থ্রেডিংয়ের থাকা ভাল উপায়।

থ্রেডিং হোক বা ওয়্যাক্সিং, মুখের লোম তুলতে বেশ ব্যথা হয়। কিন্তু এই কাজটা ব্যথা ছাড়াও আপনি করতে পারেন ঘরোয়া উপায়ে।

২ টেবিল চামচ বেসনের সঙ্গে এক চিমটে হলুদ গুঁড়ো, ১ টেবিল চামচ ফ্রেশ ক্রিম ও ২ চা চামচ কাঠবাদামের তেল মিশিয়ে নিন।

প্রথমে মাইল্ড ফেসওয়াশ দিয়ে মুখ পরিষ্কার করে নিন। এতে ত্বকের থেকে ময়লা দূর হয়ে যাবে। এরপর ফেসপ্যাক মুখে লাগিয়ে নিন। 

ফেসপ্যাক শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করুন। এরপর সুতির শুকনো কাপড় দিয়ে ঘষে ঘষে মুখ পরিষ্কার করে নিন।

সুতির কাপড় দিয়ে মুখ মোছার সময় লোমের উল্টো অভিমুখে ঘষুন। তবেই, মুখের অবাঞ্ছিত লোম উঠে যাবে। এতেই কাজ হবে।

সপ্তাহে দু'বার এই টোটকা মেনে চললে লোমের ঘনত্ব ধীরে ধীরে কমে যাবে। পাশাপাশি মৃত কোষ দূর হবে এবং ত্বকের জেল্লা বাড়বে।