ত্বকের যত্নে বাজারচলতি নাইটক্রিমে ভরসা রাখেন অনেকেই।
নাইটক্রিমের দামও বেশি এবং লাভ খুব একটা হয় না।
নামী প্রসাধনী ছেড়ে বাড়িতেও নাইটক্রিম বানাতে পারেন।
শুষ্ক ত্বক হলে সাহায্য নিন অলিভ অয়েল ও নারকেল তেলের।
এই দুই তেলের সঙ্গে ভিটামিন ই মিশিয়ে মুখে মাখুন।
তৈলাক্ত ত্বক হলে অ্যালোভেরা জেল মাখতে পারেন।
এর সঙ্গে ল্যাভেন্ডার অয়েল মিশিয়ে নিয়ে মুখতে মাখতে পারেন।
এছাড়া গ্রিন টির সঙ্গে ফুটিয়ে নিন নারকেল তেল, আমন্ড অয়েল।
এই নাইটক্রিম যে কোনও ধরনের ত্বকে ব্যবহার করা যায়।