পুজোর আগে মুখে ময়দা মাখুন
12 October 2023
রোজের ডায়েটে ময়দা রাখলে, ভুঁড়ি বাড়তে থাকে। পাশাপাশি দেহে একাধিক রোগের ঝুঁকি বাড়ে। স্বাস্থ্যের জন্য উপযুক্ত নয় ময়দা।
কিন্তু ত্বকের জন্য সেরা উপকরণ ময়দা। ময়দা না খেলে, যদি মুখে মাখেন তাহলে দ্বিগুণ উপকারিতা পাবেন। কোনও ক্ষতিও হবে না।
রাসায়নিক উপকরণে ভরপুর হয় কিছু নামীদামি প্রসাধনী। সেগুলো মাখলেই যে আপনার ত্বকের সমস্যা পালাবে, তা সবসময় হয় না।
ময়দা ত্বকের উজ্জ্বলতা বাড়াতে সাহায্য করে। এমনকী পুজোর আগে সারা মুখের ট্যান তুলে দিতে কার্যকর হয় ময়দা।
৩ টেবিল চামচ ময়দার সঙ্গে ২ টেবিল চামচ লেবুর রস এবং ১/২ চা চামচ হলুদ গুঁড়ো মিশিয়ে নিয়ে ত্বকের উপর লাগিয়ে নিন।
ফেসপ্যাকটি ২০ মিনিট মুখে রেখে ধুয়ে ফেলুন। এই ফেসপ্যাক সপ্তাহে তিনবার ব্যবহার করলে ত্বকে জেল্লা ফিরে পাবেন নিমেষে।
২ টেবিল চামচ টক দইয়ের সঙ্গে ১ চামচ ময়দা মিশিয়ে মুখে লাগাতে পারেন। এই ফেসপ্যাক মিনিট ১৫ রেখে মুখ ধুয়ে ফেলুন।
এটি ডি-ট্যান প্যাক। তাই মুখের পাশাপাশি হাত-পায়েও ব্যবহার করতে পারেন ট্যান তোলার জন্য। এটি দারুণ কার্যকর প্যাক।
আরও পড়ুন