11 January 2024
খুশকি জ্বালাচ্ছে? স্ক্রাবিংই সমাধান
credit: istock
TV9 Bangla
স্ক্যাল্পে জমে থাকা ময়লা দূর করতে শ্যাম্পু যথেষ্ট নয়। শ্যাম্পু করার পরও স্ক্যাল্পে ময়লা, তেল জমে থাকে। খুশকি জমে থাকে।
নিয়মিত শ্যাম্পু করার পাশাপাশি স্ক্যাল্পে স্ক্রাব ঘষাও জরুরি। স্ক্রাব শুধু যে হাত-পায়ের জন্য তা নয়। স্ক্যাল্প স্ক্রাবও বাজারে পাওয়া যায়।
বাজারচলতি স্ক্যাল্প স্ক্রাব খুব বেশি কার্যকর হয় না। চুল ধোয়ার পরও গোড়ায় প্রডাক্ট আটকে থাকে, যা চুল ও স্ক্যাল্পের জন্য ক্ষতিকারক।
ঘরে থাকা সাধারণ উপাদান দিয়ে আপনি স্ক্যাল্প স্ক্রাব বানিয়ে নিতে পারেন। এতে স্ক্যাল্পও পরিষ্কার হবে এবং চুলের সমস্যাও কমবে।
নারকেল তেলের সঙ্গে চিনি মিশিয়ে স্ক্যাল্পে মাখতে পারেন। এটি স্ক্যাল্পকে ময়েশ্চারাইজ এবং এক্সফোলিয়েট করতে সাহায্য করবে।
ব্রেকফাস্টের ওটমিল দিয়েও স্ক্রাব বানাতে পারেন। ওটমিলের সঙ্গে মধু মিশিয়ে স্ক্যাল্পে মাখুন। এতে স্ক্যাল্পের চুলকানি থেকে মুক্তি পাবেন।
খুশকির সমস্যায় ভুগলে টি ট্রি অয়েলের সঙ্গে চিনি মিশিয়ে স্ক্যাল্পে মাখুন। এতে থাকা অ্যান্টিফাঙ্গাল উপাদান খুশকি থেকে মুক্তি দেবে।
টক দইয়ের সঙ্গে লেবুর রস মিশিয়ে স্ক্যাল্পে মাখতে পারেন। এতে স্ক্যাল্পের চিটচিটে ভাব থেকে মুক্তি পাবেন এবং চুল নরম হয়ে উঠবে।
আরও পড়ুন