20 December 2023
চুলকে নরম করে তুলুন মধু দিয়ে
credit: istock
TV9 Bangla
আর কয়েকদিন পরেই বড়দিন, নতুন বছর। উৎসবের মরশুমে চুলের যত্ন নিতে ভুলে যাচ্ছেন না তো? তাহলে কিন্তু বিপদ।
শীতকালে বাতাসে আর্দ্রতার পরিমাণ কমে যায়। এই এই সময়ে চুলের অতিরিক্ত যত্ন প্রয়োজন। তখনই কাজে আসে মধু।
ত্বকের যত্নে বহু যুগ ধরে মধু ব্যবহার হয়ে আসছে। একইভাবে, চুলেরও দেখভাল করে মধু। কীভাবে ব্যবহার করবেন, রইল টিপস।
শ্যাম্পু করার পরে বাজারচলতি কন্ডিশনার ছেড়ে মধু মাখুন। এক মগ জলে এক চামচ মধু মিশিয়ে মাথায় ঢাললে চুল নরম হবে।
টক দই আর মধু মিশিয়ে হেয়ার মাস্ক বানিয়ে নিন। এই হেয়ার মাস্ক আপনার চুলে আর্দ্রতা জোগাবে এবং চুলকে নরম করে তুলবে।
মসৃণ চুল পেতে অলিভ অয়েলের সঙ্গে মধু মিশিয়ে ব্যবহার করুন। এই মিশ্রণটি আপনার চুলে পুষ্টি জোগাবে। চুলের গোড়া মজবুত হবে।
চুল খুব শুষ্ক হলে ডিমের সঙ্গে মধু মিশিয়ে ব্যবহার করুন। এতে বাদাম তেলও মেশাতে পারেন। এই হেয়ার মাস্ক চুলে আর্দ্রতা জোগাবে।
খুশকির সমস্যায় ভোগাচ্ছে? অ্যাপেল সাইডার ভিনিগারের সঙ্গে মধু মিশিয়ে স্ক্যাল্পে লাগান। এটি নতুন চুল গজাতেও সাহায্য করবে।
আরও পড়ুন