শুষ্ক ত্বকে কীভাবে অ্যালোভেরা জেল মাখবেন?

24 November 2023

অ্যালোভেরা রস খেলে শরীর থেকে জমা দূষিত পদার্থ বের হয়ে যায়। আর চুলে অ্যালোভেরা জেল মাখলে চুলের গোড়া মজবুত হয়।

যাঁরা রূপচর্চার জন্য প্রাকৃতিক উপায়ের উপর ভরসা রাখেন, তাঁদের প্রথম পছন্দ অ্যালোভেরা। অ্যালোভেরা ত্বকে সেরা ফল এনে দেয়। 

যেহেতু এখন বাতাসে আর্দ্রতা কম আর দূষণের মাত্রা বেশি, এই মরশুমে অ্যালোভেরা ত্বকের উপর কামাল করতে পারে।

শীতকালে আপনি অ্যালোভেরা জেল ময়েশ্চারাইজার হিসেবে ব্যবহার করতে পারেন। অ্যালোভেরা জেল ত্বকের সমস্যাও কমাবে।

শুষ্ক ত্বকের জন্য শুধু অ্যালোভেরা জেল ব্যবহার করলে চলবে না। বরং অ্যালোভেরা জেল দিয়ে ময়েশ্চারাইজার বানিয়ে নিতে হবে।

অ্যালোভেরা জেলের সঙ্গে গ্লিসারিন মিশিয়ে কাচের শিশিতে ভরে দিন। শুষ্ক ত্বকের যত্নে এই ময়েশ্চারাইজার ব্যবহার করতে পারেন।

রাতে ঘুমোতে যাওয়ার আগে গ্লিসারিনের সঙ্গে অ্যালোভেরা জেল মিশিয়ে মুখে মাখুন। এটি মুখের পাশাপাশি হাতে ও পায়েও মাখতে পারেন। 

ফ্রিজে ডিম থাকলে কী রান্না করব—এই চিন্তা একটু হলেও কমে। তাই অনেকেই বাড়িতে বেশি করে ডিম মজুত করে রাখে।