চুলে নারকেল তেল মাখার পদ্ধতি জানেন?

08 November 2023

চুলের যত্নে নারকেল তেলের বিকল্প খুঁজে পাওয়া কঠিন। মজবুত চুল গঠন থেকে শুরু করে চুলে আর্দ্রতা জোগায় নারকেল তেল।

অনেকেই চুলে নারকেল তেল মাখেন। কিন্তু ভুল পদ্ধতিতে। তাই উপকারও মেলে না। নারকেল তেল ব্যবহারের সঠিক উপায় কী, জানেন?

প্রথমত, আপনাকে খাঁটি ও বিশুদ্ধ নারকেল তেল বেছে নিতে হবে। ভেজাল মেশানো নারকেল তেলে চুলে কোনও পুষ্টি জোগাবে না।

চুলের অবস্থা ও দীর্ঘ অনুযায়ী নারকেল তেল নিন। চুলে তেল মাখার আগে ভাল করে চুলের জট ছাড়িয়ে নিন। চুল আঁচড়ে নিন।

এরপর নারকেল তেলটা ডবল বয়েলিং পদ্ধতিতে ফুটিয়ে নিন। খুব বেশি আঁচে ফোটাবেন না। উষ্ণ নারকেল তেল ব্যবহার করুন।

উষ্ণ নারকেল তেল নিয়ে প্রথমে স্ক্যাল্পে ভাল করে মালিশ করুন। ৫ মিনিট ধরে মালিশ করুন। এতে স্ক্যাল্পে রক্ত সঞ্চালন উন্নত হয়।

তারপর চুলের বাকি অংশে তেল মেখে নিন। চুলের গোড়া থেকে নিচের দিকে তেল মাখতে থাকুন। এটি চুলে আর্দ্রতা জোগাবে।

শ্যাম্পু করার ৩০ মিনিট আগে এভাবে তেল মাখতে পারেন। কিংবা এভাবে তেল মেখে সারারাত রাখতে পারেন। এতেই চুল ভাল থাকবে।