4 January 2024

চুলে কীভাবে ডিম লাগাবেন?

credit: istock

TV9 Bangla

চুলের যত্নে ডিমের কোনও তুলনা নেই। ডিমের মধ্যে থাকে প্রোটিন, যে কারণে তা চুল ভাল লাগে। চুল নরম রাখতে ডিমের কুসুম দারুণ কাজ করে। অনেক শ্যাম্পুতেও তাই উপকরণ থাকে ডিম

চুল ঘন করতে যেমন ডিমের কুসুম ব্যবহার করা হয় তেমনই চুল সিল্কি করতেও ভূমিকা আছে ডিমের। এছাড়াও অনেকেই আছেন যাঁরা হেনার সঙ্গে ডিম মিশিয়ে ব্যবহার করেন

একটা ডিমের সাদা অংশের সঙ্গে এক চা চামচ অলিভ অয়েল মিশিয়ে নিন। এক সঙ্গে ঘন করে ফেটিয়ে নিন। স্ক্যাল্প ও চুলে ভাল করে লাগিয়ে নিন। ১৫ থেকে ২০ মিনিট পর প্রথমে ঠান্ডা জলে ধুয়ে তারপর শ্যাম্পু করে নিন

এক কাপ দইয়ের সঙ্গে একটা ডিমের কুসুম মিশিয়ে ভাল করে ফেটিয়ে নিন। এই প্যাক চুলে লাগিয়ে ২০ মিনিট রাখুন। ঠান্ডা জলে ধুয়ে ফেলুন। এবার ভাল করে শ্যাম্পু করে নিতে হবে যাতে  কোনও রকম গন্ধ না থাকে

একটা ডিমের কুসুমের সঙ্গে এক টেবিল চামচ অলিভ অয়েল মেশান। ভাল করে ফেটিয়ে নিন। এর সঙ্গে হালকা গরম জল মিশিয়ে পাতলা করে নিন। চুল শ্যাম্পু করার পর এই কন্ডিশনার গোটা চুলে লাগান

এবার তা চুলের গোড়ায় লাগিয়ে রাখুন ১০ মিনিট। এরপর তা শুকনো হলে ঠান্ডা জলেই চুল ধুয়ে নিতে হবে। এই কন্ডিশনার খুবই ভাল কাজ করে এতে চুল ভীষণ রকম ভাল থাকে

একটা ডিমের কুসুমের সঙ্গে এক টেবিল চামচ মধু, এক টেবিল চামচ দই, আধ চা চামচ নারকেল তেল বা আমন্ড তেল মিশিয়ে প্যাক তৈরি করে নিন। এই প্যাক চুলে ভাল করে লাগান। দু’ ঘণ্টা পর ধুয়ে ফেলুন। এই প্যাক লাগালে চুল নরম হবে

হেনার মধ্যে কফি, ডিম, টকদই, লেবুর রস আর একটু চিনি মিশিয়ে প্যাক বানিয়ে নিন। মাথায় লাগিয়ে ২ ঘন্টা রাখুন। এরপর প্রথমে জল দিয়ে ভাল করে ধুয়ে নিয়ে তারপর শ্যাম্পু করে নিতে হবে