কন্ডিশনার হিসেবে চুলে দুধ ঢালুন

21 September 2023

মুখের পাশাপাশি চুলের জন্য উপকারী দুধ। চুলের উপর কন্ডিশনার হিসেবে কাজ করে দুধ। দুধ মাখলে চুলের মসৃণ ও কোমল হয়ে ওঠে।

দূষণ ও সূর্যের ক্ষতিকারক রশ্মির কারণ চুলের যে ব্যাপক ক্ষতি হয়, তা দূর করতে কাজে আসে দুধ। দুধের গুণে কমে চুলের সমস্যা।

দু'মুখো এবং রুক্ষ ও শুষ্ক চুলের সমস্যা সহজেই দূর করে দুধ। এমনকী চুল পড়াকে দূর করে দুধ। কীভাবে ব্যবহার করবেন, দেখে নিন।

কন্ডিশনার ব্যবহার করার ফলে চুল নরম ও কোমল হয়ে ওঠে। একই উপকার পাওয়া যায় দুধ মাখলে। দুধ চুলের কোমলতা বাড়িয়ে তোলে।

দুধ দিয়ে চুল ধুতে পারেন। ত্বকেও দুধ যেভাবে ক্লিনজার হিসেবে কাজ করে, একই ফলাফল পাওয়া যায় চুল পরিষ্কার করার ক্ষেত্রেও।

প্রথমে চুল আঁচড়ে নিন। তারপর দুধ দিয়ে স্ক্যাল্প ও চুলে মালিশ করুন। ৩০ মিনিট রেখে শ্যাম্পু করে নিন। তারপর চুল শুকিয়ে নিন। 

হেয়ার স্প্রে হিসেবেও কাঁচা দুধ ব্যবহার করতে পারেন। একটি স্প্রে বোতলে ২০০ মিলি কাঁচা দুধ ভরে নিন। চুল আঁচড়ে নিয়ে দুধ স্প্রে করুন।

চুলের আগা থেকে ডগা দুধ স্প্রে করে নিন। তারপর ১০-১৫ মিনিট অপেক্ষা করুন। তারপর শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে নিন। এতেই ফল পাবেন।