04 January 2024

মুখের আকার অনুযায়ী কেমন টিপ পরবেন? রইল টিপস

TV9 Bangla

Credit- Pinterest

টিপ ছাড়া যেন মেয়েদের সাজ অসম্পূর্ণ। শাড়ি, কুর্তি সবধরনের পোশাকের সঙ্গেই একটা টিপ না থাকলে সাজ ফোটে না।

তবে কার মুখে কী ধরনের টিপ ভাল লাগবে তা অনেকেই বুঝে উঠতে পারেন না। কেমন টিপ পরলে সাজ খুলবে তা নিয়ে দেখা দেয় সংশয়। তাঁদের জন্য রইল টিপস।

মুখের আকৃতি যদি গোল হয় তবে ভুলেও বড় মাপের টিপ পরবেন না। একটু লম্বাটে টিপ পরুন তবে ভাল মানাবে।

আপনার মুখ যদি চৌকো হয় তবে চারকোনা আকারের টিপ পরুন। এতে আরও বেশি সুন্দর দেখাবে আপনাকে। আর সাজও খুলবে দুর্দান্ত

অনেকর কপাল ছোট হয়। তাঁদের দুই ভ্রুয়ের মাঝে ছোট্ট একটা টিপ পরলেই হবে। তাতে মুখের শোভা বাড়বে। আর বেশিকিছু সাজ লাগবে না।

আবার যাঁদের কপাল বড়, তাঁরা ভুল করেও বড় টিপ পরবেন না। এতে মোটেই ভাল দেখাবে না। মাঝারি মাপের টিপ পরুন। দেখবেন সুন্দর লাগবে।

লম্বাটে মুখ হলে চৌকো টিপ পরতে পারেন। তাতে আরও সুন্দর লাগবে। আর সাজটাও খুলবে। এ ছাড়া ডিজাইনার টিপও পরতে পারেন।

আবার যাঁদের মুখের পানপাতা আদোল, তাঁরা ভুলেও বড় সাইজের টিপ পড়তে যাবেন না। মাঝারি বা ছোট আকারের টিপ পড়ুন।