শ্যাম্পু শেষ, কী দিয়ে মাথা ধোবেন?
02 December 2023
হঠাৎ করে দেখলেন শ্যাম্পু শেষ? কী দিয়ে মাথা ধোবেন? এই সব চিন্তার অবসান ঘটতে পারে আপনার হেঁশেলে। রইল টিপস।
শ্যাম্পুর ঘরোয়া বিকল্প রয়েছে, যা ব্যবহারে চুল ও স্ক্যাল্প পরিষ্কার হয়ে যাবে। পাশাপাশি চুল থাকবে কোমল ও মসৃণ।
শ্যাম্পুর বিকল্প হিসেবে স্ক্যাল্পে পাতিলেবুর রস লাগান। এতে খুশকির সমস্যাও দূর হয়ে যাবে। গরম জলে লেবুর রস মিশিয়ে মাথায় ঢালুন।
স্ক্যাল্পে জমে থাকা তেল ও ময়লা পরিষ্কার করতে অ্যালোভেরা জেল মাখুন। এতে স্ক্যাল্পের সংক্রমণের ঝুঁকি কমবে ও চুল মসৃণ হবে।
চুল ও স্ক্যাল্পকে পরিষ্কার রাখতে শ্যাম্পুর বদলে অ্যাপল সাইডার ভিনিগার ব্যবহার করুন। এতে খুশকির সমস্যাও দূর হয়ে যাবে।
শ্যাম্পু ছাড়া চুল ধুতে মেথি ব্যবহার করুন। ভেজানো মেথি বেটে স্ক্যাল্পে লাগান। ৩০ মিনিট রেখে ঈষদুষ্ণ জল দিয়ে মাথা ধুয়ে নিন।
মেথি, পাতিলেবুর রসের মতো উপাদান দিয়ে চুল ও স্ক্যাল্প ধুলে স্ক্যাল্পের চুলকানিও কমবে। পাশাপাশি চুলের জেল্লা বাড়বে।
ঘন ঘন শ্যাম্পু করার বদলে সপ্তাহে একদিন আপনি এসব প্রাকৃতিক উপাদান দিয়ে স্ক্যাল্প ও চুল পরিষ্কার করতে পারেন। এতেও উপকার পাবেন।
আরও পড়ুন