নিয়ম মেনে চুল আঁচড়ালে কম চুল ঝরবে

29 October 2023

চুল ঝরে যাওয়ার সমস্যায় সকলেই ভুগছেন। এখন আর বছরের কোনও একটা নির্দিষ্ট সময় নয়, সারা বছরই চুল পড়ছে

চুল পড়ার অনেক রকম কারণ রয়েছে। এর মধ্যে প্রধান হল আবহাওয়া। এই আবহাওার পরিবর্তন হলেই বেশি করে চুল পড়ে

এছাড়াও ঠান্ডা-গরমের একটা প্রভাব তো আছেই। এই গরম আবার হঠাৎ করে ঠান্ডা, এর ফলে চুলের গোড়া আর্দ্র হয়ে থাকে, সঙ্গে বিভিন্ন ফাঙ্গাল ইনফেকশনেরও সম্ভাবনা থাকে

আর এরপর চুলে চিরুনি দিলেই মুঠো মুঠো চুল উঠে আসে। যতবার আঁচড়ানো হয় ততবারই চুল ঝরে। অনেকেরই ধারণা চুলে চিরুনি চালালেই চুল পড়ে

আমাদের হাতে সময় কম। তাই যেন, সব কাজেই আমরা তাড়াহুড়ো করতে চাই। এমনকী কোথাও বেরনোর আগে সময় নিয়ে চুল পর্যন্ত আঁচড়াই না। দ্রুত চিরুনি

চুলের যেমন দৈর্ঘ্য সেই নিয়ম মেনে চুল আঁচড়াতে হবে। অনেকেই বার বার চুলে চিরুনি চালান, এই অভ্যাসও কিন্তু মোটেই ভাল হয়, এতে বেশি চুল পড়ে অনেক বেশি

জোর করে চুল টানলে ছিঁড়ে যাবেই। বড় দাঁড়ার চিরুনি দিয়ে আঁচড়ানোর আগে চুলের জট ছাড়িয়ে নিতে হবে। তারপর ৪-৫ ভাগে ভাগ করে চুল আঁচড়াতে হবে

আমাদের প্রত্যেকের চুলের ধরনই আলাদা। কারও চুল কোঁকড়া, আবার কারও কারও চুল হয়তো স্ট্রেইট। তাই প্রত্যেকের চুলেরই আলাদা ব্রাশ প্রয়োজন। কারণ যাঁদের কোঁকড়া চুল, তাঁদের মোটা দাড়ার চিরুনি ব্যবহার করা উচিত। এটা আপনার চুলকে ভালো রাখে