পুজোর আগেই ওপেন পোরস কমবে
16 October 2023
পুজোর প্রস্তুতি চলছে জোরকদমে। ত্বকের জেল্লা ফিরলে কমছে না ওপেন পোরসের সমস্যা। এটাই সৌন্দর্যের পথে বাধা হচ্ছে বারবার।
দূষণের জেরে ত্বকের ছিদ্রে ময়লা জমে। অনেক সময় অতিবেগুনি রশ্মির সংস্পর্শেও এমন হয়। ত্বকের ছিদ্রগুলি বন্ধ হয়ে যায়।
ত্বকের ছিদ্রগুলি দীর্ঘদিন পরিষ্কার না করার কারণে পোরস আকারে বড় হয়ে যায়। এতে ত্বকের মসৃণতা নষ্ট হতে থাকে।
ক্লিনজিং, টোনিং, ময়েশ্চারাইজিং—এই ৩ ধাপ প্রতিদিন মেনে চলতে হবে। এছাড়া পুজোর আগে একবার ত্বকে স্ক্রাবও করে নিন।
পুজোয় মেকআপ করলে, তা বাড়ি ফিরে ভাল করে তুলবেন। ত্বকে যেন মেকআপের অবশিষ্টাংশ থেকে না যায়, সেদিকে খেয়াল রাখুন।
পুজোর সময় পিল অফ মাস্ক অথবা ক্লে মাস্ক লাগাতে পারেন। এতে ব্ল্যাকহেডস, ময়লা, তেল পরিষ্কার হয়ে যাবে। কমবে ওপেন পোরস।
পুজো শুরুর আগে মুখে মুখে নিয়মিত স্টিম নিন। এতে ব্ল্যাকহেডস ও হোয়াইটহেডস পরিষ্কার হবে এবং ওপেন পোরস দূর হয়ে যাবে।
এছাড়া পুজোর আগে হলুদ, বেসন ও দইয়ের তৈরি ফেসপ্যাক ব্যবহার করুন। এতে পুজো চলাকালীন পোরস নিয়ন্ত্রণে থাকবে।
আরও পড়ুন