পুজোর আগে ত্বকে জমা টক্সিন দূর করুন
27 September 2023
ঘুম থেকে উঠে এক গ্লাস জল পান করেন। এটি শরীরে জমে থেকে সমস্ত দূষিত পদার্থ বের করে দেয়। অর্থাৎ শরীর ডিটক্সিফাই করে।
শরীরের পাশাপাশি ত্বক থেকে টক্সিন দূর করার কথা ভেবেছেন? ত্বকের স্বাস্থ্য বজায় রাখতে গেলে স্কিনকেও ডিটক্সিফাই করা দরকার।
সামনেই যেহেতু পুজো, তাই এখন থেকে শুরু করুন ত্বককে ডিটক্সিফাই করা। ত্বকের টক্সিন দূর করলে বাড়বে জেল্লাও।
রাতে ঘুমোতে যাওয়ার আগে অবশ্যই মেকআপ তুলুন। তারপর ফেসওয়াশ দিয়ে মুখ ধুয়ে নিন। এতে ত্বকে জমে থাকা ময়লা দূর হবে।
সপ্তাহে দু'দিন ত্বককে এক্সফেলিয়েট করুন। এতে মৃত কোষ, ওপেন পোরস, ব্ল্যাকহেডস ইত্যাদি সহজেই দূর হয়ে যাবে।
ত্বকের যত্নে বেছে নিন ক্লে মাস্ক। ক্লে মাস্ক ত্বকের অতিরিক্ত তেল শুষে নেবে এবং ওপেন পোরসের সমস্যা সহজেই দূর করে দেবে।
ফেসিয়াল অয়েল দিয়ে ত্বক মালিশ করুন। এতে ত্বকে রক্ত সঞ্চালন উন্নত হয় এবং ত্বকে সংক্রমণের ঝুঁকি কমে। এতে উজ্জ্বল ত্বক মেলে।
প্রতিদিন মুখ পরিষ্কারের পাশাপাশি ময়েশ্চারাইজার ব্যবহার করুন। এটি ত্বকের আর্দ্রতা বজায় রাখে। এছাড়া প্রচুর পরিমাণে জল পান করুন।
আরও পড়ুন