একবার মুখ পরিষ্কার করলে সমস্ত ময়লা পরিষ্কার হয় না।

ত্বকের খেয়াল রাখতে ডবল ক্লিনজিং করা জরুরি।

দু'টি ধাপে বা দু'বার মুখ পরিষ্কার করার পদ্ধতি হল ডবল ক্লিনজিং।

এতে মুখ থেকে যাবতীয় ময়লা, মেকআপ, তেল পরিষ্কার হয়ে যায়।

ত্বকের বিভিন্ন স্তরে জমা ময়লা পরিষ্কার করতে ডবল ক্লিনজিং পদ্ধতি কার্যকর।

প্রথমে, ক্লিনজিং অয়েল বা বাম দিয়ে সমস্ত মেকআপ তুলে ফেলুন।

এরপর পরিষ্কার জল দিয়ে মুখ ধুয়ে ফেলুন। তারপর মুখে ঈষদুষ্ণ জলের ঝাপটা দিন।

এবার আবার হালকা ক্লিনজার দিয়ে মুখ পরিষ্কার করে নিন।

প্রয়োজনে মুখ পরিষ্কার করতে আপনি ফোমিং ফেসওয়াশ ব্যবহার করতে পারেন।