পুজোর আগে ত্বক, চুলেরও যত্ন নেন সকলে। সেই সঙ্গে চুল নিয়ে চলে নানা পরীক্ষা-নিরীক্ষা। কেউ চুলে রং করেন, কেউ চুলে নানা রকম ট্রিটমেন্ট করান সেই সঙ্গে হেয়ার কাট তো থাকেই
কেউ চুলে স্মুথনিং করান, কেউ স্ট্রেটনিং আবার কেউ কেরাটিন ট্রিটমেন্ট। পুজোর দিনে সকলেই চান স্ট্রেট চুল। বেশ কিছুদিন ধরেই এই স্ট্রেট চুলের চল চলছে
পুজোর আগে পার্লারেও এখন খুব ভিড়। পা রাখার জায়গা নেই। সকলেই শেষ মুহূর্তের জন্য নিজেকে প্রস্তুত করে নিচ্ছেন। আর এই হেয়ার ট্রিটমেন্ট করতে গেলে অনেকটা সময় যায়
অন্তত ৩ ঘন্টা হাতে সময় রেখে যেতেই হয়। এদিকে অফিসের কাজ সামলে আর জ্যাম-জট এড়িয়ে পার্লারে পৌঁছনো অনেকের পক্ষে সম্ভব হচ্ছে না। তবে পার্লারে না গিয়েও বাড়িতে করতে পারেন এই সব ট্রিটমেন্ট
ঘরোয়া এই পদ্ধতিতে চুল যেমন ভাল থাকবে তেমনই চুলের কোনও রকম ক্ষতি হয় না। পার্লারে যে হেয়ার ট্রিটমেন্ট করা হয় তার মধ্যে অনেক রাসায়নিক থাকে। যেখান থেকে চুল ড্যামেজ হওয়ার সম্ভাবনা থেকে যায়
ডিম, অলিভ চুলের জন্য খুব ভাল। ডিমের কুসুম দুটো লাগবে। এর মধ্যে অলিভ অয়েল দিয়ে ভাল করে ফেটিয়ে নিতে হবে। এই মিশ্রণ চুলের গোড়ায় খুব ভাল করে লাগিয়ে রেখে ২ ঘন্টা রেখে শ্যাম্পু করে নিন
সপ্তাহে ৩-৪ দিন এই প্যাক লাগিয়ে শ্যাম্পু করে নিতে পারবেন। এতে চুল অনেক বেশি নরম থাকবে। এছাড়াও মধু-অ্যালোভেরা জেল একসঙ্গে মিশিয়ে লাগাতে পারেন। চুল নরম রাখতে সাহায্য করে এই মিশ্রণ
আগের রাতে চুলে ভাল করে তেল লাগান। পরদিন সকালে পাকা কলা টকদই একসঙ্গে মিশিয়ে প্যাক বানিয়ে চুলের গোড়ায় লাগিয়ে ২ ঘন্টা রাখুন। সপ্তাহে ৩ দিন লাগালে চুল স্ট্রেট হবে