15 December 2023

হেয়ার স্পায়ের টাকা বাঁচান

credit: istock

TV9 Bangla

প্রতি মাসে পার্লারে গিয়ে হেয়ার স্পা করাতে গেলে কয়েক'শ টাকা খরচ হয়। সবসময় তা সম্ভব হয় না। বাড়িতেই করে ফেলুন হেয়ার স্পা।

হেয়ার স্পায়ের ক্রিম বাড়িতে কিনে রাখতে পারেন। কিংবা বাড়িতেও হেয়ার স্পায়ের ক্রিম বানাতে পারেন। এতেও উপকার পাবেন। 

৩ চামচ নারকেল তেলের সঙ্গে ১ চামচ অ্যালোভেরা জেল, ২ টেবিল চামচ শিয়া বাটার, ১টা ডিম ও ৩ টেবিল চামচ মধু মিশিয়ে হেয়ার স্পা ক্রিম তৈরি করুন। 

প্রথমে শ্যাম্পু করে নিন। শুকনো করে চুল মুছে নিন। এরপর দাঁতের চিরুনি দিয়ে চুলের জট ছাড়িয়ে নিন। খুব বেশি চাপ দিয়ে চুল আঁচড়াবেন না।

গোড়া থেকে ডগা পর্যন্ত ভাল করে চুলে হেয়ার স্পায়ের ক্রিম লাগিয়ে নিন। হালকা হাতে স্ক্যাল্পে ম্যাসাজ করুন। এটি স্ক্যাল্পের জন্য উপযোগী।

ভেপার নেওয়ার যন্ত্র না থাকলে গরম জলে তোয়ালে ভিজিয়ে নিয়ে নিংড়ে নিন। তারপর সেটা চুলে জড়িয়ে রাখুন ৪৫-৬০ মিনিট।

এরপর হালকা গরম জলে মাথা ধুয়ে শ্যাম্পু করে ফেলুন। এক্ষেত্রে ভাল করে শ্যাম্পু করা জরুরি। প্রয়োজনে ২ বার শ্যাম্পু করতে পারেন।

এরপর চুলে কন্ডিশনার লাগিয়ে ৫ মিনিট অপেক্ষা করুন। তারপর পরিষ্কার জল দিয়ে চুল ধুয়ে ফেলুন। চুল মুছে সিরাম মেখে নিন।