পার্লারের মতো পেডিকিয়োর এবার বাড়িতেই
18 August 2023
মুখের যত্ন নিলেও হাত-পায়ের খেয়াল রাখার ব্যাপারে বেশীরভাগ মানুষই বেশ উদাসীন
ফলে নোংরা জমে ও অযত্নের ফলে পায়ের বেহাল দশা হয়
এর জন্য পার্লারের দরকার নেই। বাড়িতেই পার্লারের মতো যত্ন নেওয়া যায় পায়ের
শুধু জানতে হবে সঠিক নিয়ম। জানুন বাড়িতে কীভাবে সঠিক যত্ন নেবেন পায়ের
প্রথমেই পা পরিষ্কার করতে স্ক্রাবিং প্যাড ব্যবহার করুন। এতে ত্বকের মৃত কোষ অপসারিত হবে
এরপর পা ধুয়ে সুতির কাপড় দিয়ে মুছে নিন। পায়ে যেন একটুও জল না লেগে থাকে
এবার পায়ের নখগুলি সমানভাবে কেটে নিন। এরপর নারকেল তেল ও আমন্ড তেল দিয়ে পা ম্যাসাজ করুন
অতিরিক্ত তেল অপসারণ করতে একটি গরম ভেজা কাপড় ব্যবহার করুন। এরপর একটি ফুট ক্রিম লাগিয়ে নিন
রক্ত সঞ্চালন বাড়াতে পায়ে বৃত্তাকার ভাবে মাসাজ করুন। পা ও নখ মুছে প্রিয় ও পছন্দের রঙে রঙিন করে তুলুন পা
আরও পড়ুন