নেলপালিশ তাড়াতাড়ি শোকাবেন কী করে?

24 August 2023

সুন্দর নখের চাহিদা মহিলা মহলে তুঙ্গে। নখের পরিচর্যায় তাই ঘণ্টার পর ঘণ্টা ব্যায় করতে রাজি মহিলারা

জামাকাপড়ের সঙ্গে মিলিয়ে মনের মত করে নেলপালিশ পরে থাকেন তাঁরা। তবে অনেকসময়ই কোনও কারণে নেলপালিশ ঘেটে যায়

কারণ একটাই নেলপালিশ ঠিকমত শোকায় না। আর কর্মব্যস্ত জীবনে নেলপালিশ শোকানোর জন্য বেশি সময় ব্যায় করাও সম্ভব হয়ে ওঠে না

তাই এমন কিছু উপায় চাই যা তাড়াতাড়ি নেলপালিশ শোকাতে সাহায্য করবে। জেনে নিন এমনই কিছু উপায়...

নেলপালিশ দ্রুত শুকনো করার জন্য ব্যবহার করুন ঠান্ডা জল। বলা ভাল বরফের জল। নেলপালিশ পরে হাত ঠান্ডা জলে ভিজিয়ে রাখুন। তাতে তাড়াতাড়ি শোকাবে

এছাড়া ব্যবহার করতে পারেন ব্লো ড্রায়ার। নেলপালিশ লাগিয়ে এরপর ব্লো ড্রায়ার দিয়ে শুকিয়ে নিন

দ্রুত নেলপালিশ শোকাতে ব্যবহার করতে পারেন রান্নার তেলও। নেলপালিশ পরার ৩-৪ মিনিট পরন নখে তেল ছিটিয়ে নিলেও তাড়াতাড়ি শুকনো হবে নেলপালিশ

নেলপালিশ পরার সময় খেয়াল রাখতে হবে একটি বিষয়, তা হল বার-বার কোট করবেন না। সর্বচ্চো দু'টি কোটিং করুন এর বেশি নয়

নেলপালিশ পরার পরই কোনও কাজ করবেন না। এতে ঘেটে যাওয়ার ভয় থাকে। কিছুক্ষণ অপেক্ষা করে তবে কোনও কাজ করুন