পুজোর আগে এক্সফোলিয়েশন জরুরি

14 October 2023

পুজো শুরুর আগে ত্বক এক্সফোলিয়েট করা জরুরি। এটি ত্বক থেকে মরা কোষ পরিষ্কার করে, আপনাকে এনে দেবে কোমল ত্বক।

বেসন, টক দই ও হলুদ গুঁড়ো দিয়ে বানিয়ে ফেলুন ডিআইওয়াই ফেস স্ক্রাব। পেঁপে, ওটমিল দিয়েও ফেস স্ক্রাব বানাতে পারেন।

ডিআইওয়াই স্ক্রাবে চেষ্টা করুন টক দই, দুধ বা গোলাপ জলের মতো উপাদান যোগ করতে। এগুলো ত্বকের জন্য দারুণ উপকারী।

মুখ পরিষ্কার করে এই ডিআইওয়াই স্ক্রাব ত্বকের উপর পুরু করে লাগিয়ে নিন। এটি আপনার ত্বকে ফেস মাস্ক হিসেবে কাজ করবে। 

১৫ মিনিট অপেক্ষা করুন। এর মধ্যে ফেস মাস্ক শুকিয়ে যাবে। এরপর ত্বক স্ক্রাব করার পালা। মুখে অল্প জলে ছিটে মারুন।

এরপর ভিজে হাতে মাস্কটি মুখে ঘষতে থাকুন। বেশি চাপ দেবেন না। সার্কুলার মোশনে স্ক্রাব করুন। এটি ত্বককে এক্সফোলিয়েট করবে।

এরপর ঈষদুষ্ণ গরম জল দিয়ে মুখ ধুয়ে ফেলুন। নরম তোয়ালে দিয়ে মুখ মুছে নিন। কাজ শেষ। এরপর ময়েশ্চারাইজার মেখে নিন।

সপ্তাহে এক বা দু'বার এভাবে ত্বক এক্সফোলিয়েট করা জরুরি। এটি ত্বকের উপরিতলে জমে থাকা মৃত কোষ, ময়লা পরিষ্কার করে দেয়।