1 January 2024

সাধের লিপস্টিক ভেঙে গিয়েছে? জোড়া লাগান এভাবে

TV9 Bangla

Credit- Pinterest

মহিলাদের অত্যন্ত প্রিয় একটি জিনিস হল লিপস্টিক। এটা ছাড়া চলে না তাঁদের। চটজলদি বেরনোর জন্য একটু হালকা লিপস্টিক লাগিয়ে নিলেই হয়।

আর মেকাআপ করলে তো লাগেই লিপস্টিক। এটি ছাড়া মেকআপ পূর্ণই হয় না। পোশাকের রঙের সঙ্গে মিলিয়ে লিপস্টিক পরতে পছন্দ করেন অনেকেই।

মহিলাদের অত্যন্ত প্রিয় একটি জিনিস হল লিপস্টিক। এটা ছাড়া চলে না তাঁদের। চটজলদি বেরনোর জন্য একটু হালকা লিপস্টিক লাগিয়ে নিলেই হয়।

মহিলারা তাঁদের ভালবাসার লিপস্টিককে খুব যত্নেই রাখেন সবসময়। এতে কারও ভাগ বসানো তাঁদের মোটে পছন্দের নয়।

খুব নরম ও সুক্ষ হওয়ার কারণে অনেকসময় লিপস্টিক ভেঙে যায়। সাধের লিপস্টিক ভেঙে যাওয়ার বেদনা যে কী, তা মেয়েরাই বুঝতে পারে।

ভেঙে গেল বলেই কি সেটি অচল? একেবারেই নয়। ভাঙা লিপস্টিকে পুনরায় ব্যবহার করা যায়। শুধু জানতে হবে আসল উপায়।

লিপস্টিক জোড়া লাগানোর কয়েকটি সহজ উপায় রয়েছে। প্রথমে লিপস্টিকটা ঘুরিয়ে-ঘুরিয়ে ভিতেরর অংশটা বের করে ফেলুন।

এরপর কান পরিষ্কার করার ইয়ারবার্ড নিন। তা দিয়ে ভিতরের অংশটা ভাল করে পরিষ্কার করে নিন। যাতে ভিতরে কিছু না থাকে দেখে নিতে হবে।

এরপর লাইটারের সাহায্যে লিপস্টিকের অংশে একটু তাপ দিন। ভেঙে যাওয়া অংশে বেশি তাপ যাতে লাগে দেখবেন। ধীরে-ধীরে একটু গলতে শুরু করবে দেখবেন।

মাঝে একটু শিয়া বাটার দিতে পারলে আরও ভাল কাজ হবে। এ বার উপর থেকে লিপস্টিকের অংশটি দিয়ে দিন। এ বার তা ফ্রিজে রেখে দিন। দেখবেন নতুনের মত হয়ে গিয়েছে আপনার সাধের লিপস্টিক।