গোড়ালি ফাটা একটি সাধারণ সমস্যা
মাঝে মধ্য়ে এই ফাটা গোড়ালি ভয়ঙ্কর আকার ধারণ করে
এই সমস্যা থেকে মুক্তি দিয়ে পারে কিছু ঘরোয়া উপায়
এক্ষেত্রে আপনি ব্যবহার করতে পারেন মধু
এক গ্লাস জলে কয়েক ফোঁটা মধু মেশান
ওই জলে পা ডুবিয়ে রাখুন
চালের আটার সঙ্গে অ্যাপেল সিডার ভিনিগার ও অলিভ অয়েল মেশান
এবার এটি গোড়ালিতে লাগিয়ে রাখুন
নরম তুলতুলে হয়ে যাবে গোড়ালি