চুলের সমস্যার মধ্যে অন্যতম হল খুশকি। সারাবছর এই সমস্যা থাকলেও বর্ষায় কয়েক গুণ বাড়ে এই সমস্যা
তবে ঘরোয়া উপায় রয়েছে যা মানলে দূর হবে এই সমস্যা। খুশকির সমস্যা সমাধানে দারুণ কার্যকরী হলুদ
খুশকির সমস্যা মেটানোর পাশাপাশি স্ক্য়াল্পের স্বাস্থ্য সুস্থ রাখতেও সাহায্য করে এই হলুদ
হলুদের হেয়ার মাস্ক বানিয়ে ব্যবহার করতে পারেন, আবার হলুদের তেলও চুলে লাগাতে পারেন। অন্যান্য হেয়ার অয়েলের মতো হলুদ তেলও চুলের যত্নে খুব উপকারি
২ টেবিল চামচ হলুদ তেলের সঙ্গে ১ টেবিল চামচ নারকেল তেল মিশিয়ে স্ক্যাল্প এবং চুলে ভাল ভাবে লাগান। খানিকক্ষণ মাথায় ম্যাসাজ করুন। তারপর এক ঘণ্টা রেখে শ্যাম্পু করে ফেলুন
যে শ্যাম্পু ব্যবহার করেন তাতে কয়েক ফোঁটা হলুদ তেল মিশিয়ে মাথায় লাগান। এতে চুল পড়াও কমবে, পাশাপাশি মাথার ত্বকে পুষ্টিও জোগাবে
হলুদের তেল দিয়ে মাথায় ম্যাসাজ করুন কিছুক্ষণ। এতে স্ক্যাল্পে রক্ত সঞ্চালন ভাল হবে এবং চুলের বৃদ্ধিতেও কাজে আসবে
হলুদের তেল হালকা গরম করে মিনিট দশেক মাথায় ম্যাসাজ করুন। তারপর আধ ঘণ্টা রেখে শ্যাম্পু করে নিন
লুদের তেলে রয়েছে অ্যান্টি-ফাঙ্গাল গুণও, যা খুশকি-সৃষ্টিকারী ছত্রাক রোধে সাহায্য করে। ফলে মাথার ত্বক এবং চুল সুস্থ থাকে