;চোখের তলায় কেন গাঢ় হচ্ছে কালো দাগ? জানলে চমকে যাবেন
02 September 2023
আজকাল অনেকেরই চোখের তলায় গাঢ় হয়েছে ডার্ক সার্কেল। চোখের তলায় এই কালো দাগ খুব স্বাভাবিকভাবেই নষ্ট করছে মুখের সৌন্দর্যকে
আমরা অনেকেই এই সমস্যা থেকে মুক্তির পথ খুঁজি। কিন্তু কখনও ভেবে দেখেছেন যে কী কারণে এই সমস্যা বাড়ছে? আসল গলদ গোড়াতেই
আপনার নিজের রোজকার কয়েকটি ভুলের জন্যই এই সমস্যার শিকার হচ্ছেন আপনি। কী সেগুলি? আসুন জেনে নেওয়া যাক...
অনেক সময় পর্যাপ্ত পরিমাণে না ঘুমোলে এই জার্ক সার্কেলের সমস্য়া হতে পারে। এটা গবেষণা দ্বারাও প্রমাণিত। তাই নিয়মিত ভাল করে ঘুমোন
এছাড়া অতিরিক্ত ফোন ঘাটার কারণেও এই সমস্যা বাড়ে। আজকাল ফোন ছাড়া এক বিন্দু চলে না মানুষের। ফলে ক্রমে বাড়ছে এই সমস্যা
এছাড়়া অস্বাস্থ্যকর জীবনযাত্রাও এর জন্য দায়ী। অতিরিক্ত জাঙ্কফুড খাওয়া ও অ্যালকোহল সেবনও এর অন্যতম কারণ
ত্বকের কালো দাগ দূর করার অনেক উপায় রয়েছে, তার মধ্যে একটি সেরা উপায় হল শসা বা আলুর রস। এই দুটিতে উপস্থিত উপাদান ত্বককে মেরামত করে উজ্জ্বল করতে কাজ করে
ডার্ক সার্কেল দূর করতে অলরাউন্ডার অ্যালোভেরার সাহায্যও নিতে পারেন। অ্যান্টিব্যাকটেরিয়াল এবং অ্যান্টিসেপটিক গুণে ভরপুর অ্যালোভেরা ত্বক নিরাময়ে সবচেয়ে ভালো
এছাড়া ব্যবহার করতে পারেন লেবুর রসও। চোখের নীচে লেবুর রস লাগিয়ে ১৫ মিনিট অপেক্ষা করুন। এরপর ধুয়ে ফেলুন। ফল পাবেন