মুখের অবাঞ্ছিত লোম থেকে মুক্তি পান এভাবে
19 August 2023
পুরুষ মহিলা নির্বিশেষে মুখে অবাঞ্ছিত লোম দেখা যায়। অনেকেই এই ধরনের লোম চান না
কিন্তু না চাইলেও মুখে গজিয়ে ওঠে এই ধরনের লোম। তবে উপায় রয়েছে যা মেনে চললে এই ধরনের অবাঞ্ছিত লোমের সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়
অবাঞ্ছিত লোমের সমস্যা থেকে মুক্তি দিতে পারে বেকিং সোডা। জলের সঙ্গে সামান্য বেকিং সোডা মেশান এবং তা দিয়ে স্ক্রাবিং করে নিন
এছাড়া ব্যবহার করতে পারেন দুধ ও আমন্ড। মিক্সিতে ভেজানো বাদামের সঙ্গে দুধ পেস্ট করে তা দিয়ে স্ক্রাব করে নিন
অ্যালোভেরা ও ব্রাউন সুগারও কাজ হবে। ব্রাউন সুগারের সঙ্গে অ্যালোভেরা জেল মিশিয়ে মুখে লাগান। আলতো করে স্ক্রাব করুন খানিকক্ষণ। তারপর মুখ ধুয়ে নিন
একটি পাকা টমেটো পেস্ট করে নিন। তাতে চিনি মিশিয়ে মুখে স্ক্রাব করুন কয়েক মিনিট। তারপর জলে ধুয়ে ফেলুন
টক দইয়ের সঙ্গে বেসন মিশিয়ে মুখে লাগান। কয়েক মিনিট স্ক্রাব করার পর ঠান্ডা জলে মুখ ধুয়ে নিন।
কফি পাউডারে সামান্য জল বা অলিভ অয়েল মিশিয়ে মুখে লাগান। কয়েক মিনিট হালকা হাতে ম্যাসাজ করুন। তারপর মুখ ধুয়ে ফেলুন
ওটস গুঁড়ো করে তার সঙ্গে মধু মিশিয়ে নিন। মুখে কয়েক মিনিট ম্যাসাজ করুন এই স্ক্রাব দিয়ে। তারপর ঠান্ডা জলে মুখ ধুয়ে নিন
আরও পড়ুন