হাতের বলিরেখা ঠেকান ২ উপাদানে
16 August 2023
বয়স বাড়লে মুখের পাশাপাশি হাত, পায়ের চামড়াও কুঁচকাতে শুরু করে। নিয়মিত ম্যানিকিওর করলে তবেই হাতের চামড়া ঠিক থাকে।
হাতে বলিরেখা দেখা দেওয়ার বেশ কয়েকটি কারণ রয়েছে। সেগুলোর উপর জোর দিলে সহজেই আপনি বলিরেখা প্রতিরোধ করতে পারবেন।
হাতের ত্বক যদি খুব শুষ্ক হয়, তাহলে তা দ্রুত বলিরেখা পড়তে থাকে। ঘন ঘন হ্যান্ড ওয়াশ ব্যবহার করলে এই সমস্যা দেখা দেয়।
হাতে সঠিকভাবে পরিষ্কার না করলে এবং মরা চামড়া জমে গেলেও বলিরেখার সমস্যা দেখা দেয়। রক্ত সঞ্চালন না হলেও বলিরেখা পড়ে।
সাবান দিয়ে হাত ধোয়ার পর অবশ্যই হাতে হ্যান্ড ক্রিম লাগিয়ে নিন। এটি আপনার ত্বককে ময়েশ্চারাইজড করতে সাহায্য করবে।
হ্যান্ড ক্রিম ব্যবহারের পাশাপাশি ঘরোয়া প্রতিকারেরও সাহায্য নিন। তবেই প্রতিরোধ করতে পারবেন হাতের বলিরেখা।
১ টা ডিমের সাদা অংশের সঙ্গে ১ চা চামচ অ্যালোভেরা জেল মিশিয়ে নিন। তারপর সেটা হাতের ত্বকের উপর লাগান।
১০-১৫ মিনিট পর মিশ্রণটি শুকিয়ে গেলে হাত ধুয়ে নিন। এটি আপনার হাতের ত্বককে ক্ষয়ের হাত থেকে রক্ষা করবে।
এছাড়া ডিম ও অ্যালোভেরার মিশ্রণটি ফ্রি র্যাডিকেলের হাত থেকে রক্ষা করবে। এতে সহজেই বলিরেখা এড়াতে পারবেন।
আরও পড়ুন